মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর জি নিউজ ও বিবিসির।
জানা গেছে, টেক্সাসের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক করেছে দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৩ সালে আমেরিকায় মাঙ্কিপক্স-এর প্রাদুর্ভাব দেখা যায়। সেসময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে। করোনার মতোই একটি ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। পশুদের শরীরে এই ভাইরাস থাকে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এর থেকে বাঁচার উপায় মাস্ক পরা।