দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

প্রতি বছর হাজার হাজার শিশু অপহরণের শিকার হয় চীনে। এটি দেশটির বড় একটি সমস্যা। ২৪ বছর আগে এই অপহরণের শিকার হয় সেদেশের দুই বছর বয়সী এক ছেলে সন্তান। এরপর থেকে সেই সন্তানের বাবার যেন ঘুম হারাম। ছেলের খুঁজে চষে বেড়িয়েছেন দেশের আনাচে-কানাচে। মোটরসাইকেলে চড়ে পাড়ি দিয়েছেন দেশের ২০টি প্রদেশের ৫ লাখ কিলোমিটার পথ। এই সময়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে, রাস্তায় ডাকাতের কবলে পড়েছেন, ১০টি মোটরসাইকেল ভেঙেছে; কিন্তু কোনোকিছুই তাকে দমাতে পারেনি। সন্তানের ছবির ব্যানার নিয়ে ছুটে বেড়িয়েছেন তিনি। জীবনের জমানো সব সম্পদ তিনি খরচ করেছেন ছেলেকে খুঁজে বের করার এ অভিযানে। কখনও টাকা শেষ হয়ে গেলে রাস্তায় ঘুমিয়েছেন, আবার খকনও ভিক্ষাও করেছেন। অবশেষে বাবার কষ্ট সার্থক হয়েছে। ছেলে খুঁজে পেয়েছেন ২৪ বছর পর। এই বাবার নাম গুয়ো গ্যাংটাং। তার বর্তমান বয়স ৫১ বছর।

চীনের শ্যাংডং প্রদেশের নিজ বাড়ির সামনে থেকেই মানব পাচারকারীরা তার দুই বছর বয়সী ছেলেকে অপহরণ করেছিল। ওই অপহরণের ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয় চীনে। সেই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিএনএ পরীক্ষার সাহায্যে গুয়োর ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এই ডিএনএ পরীক্ষা শনাক্তের পর দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

 

বিবিসির খবরে বলা হয়েছে, চায়না নিউজের প্রতিবেদনে বলা হয়, টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশে শিশু অপহরণের পরিকল্পনা নিয়েই শানডং প্রদেশের বাসিন্দা গুয়ো গ্যাংটাঙয়ের ছেলেকে ১৯৯৭ সালে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। সেদিন বাড়ির সামনেই খেলছিল গুয়ো গ্যাংটাঙের ছেলে। শিশুটিকে দেখতে পেয়ে এক নারী তাকে ধরে নিয়ে কাছের একটি বাস স্টেশনে চলে যায়। সেখানে অপেক্ষায় ছিল ওই নারীর এক সহযোগী। পরে দুইজন একটি বাসে চড়ে শিশুটিকে পাশের হেনান প্রদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।

সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা একটি সংগঠনের বিশিষ্ট সদস্য হয়ে ওঠেন গুয়ো। অন্তত সাতজন বাবা-মায়ের কাছে তাদের অপহৃত সন্তানকে ফিরিয়ে দিতে সহায়তা করেছেন তিনি।

ছেলের খোঁজ পাওয়ার পর বাবা গুয়ো সাংবাদিকদের বলেন, ২৪ বছর পর ছেলেকে খুঁজে পেয়েছি। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version