মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুরে আশেকপুর ইউপি রাণীহাট থেকে জোড়া ইমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৭০০ কিঃ মিঃ রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে রাস্তা কার্পেটিং উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেল আশেকপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আলম,উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হয়রত আলী,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাষ্টার, সাধারন সম্পাদক ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য আলমগীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী আকতার,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সদ্দার,যুবলীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ।