ভারতের উত্তরপ্রদেশে নতুন জন্মনিয়ন্ত্রণ বিল আনছেন যোগী সরকার। জানা গেছে, খসড়া বিলে দুই সন্তান নীতি ভঙ্গ হলেই আর স্থানীয় নির্বাচনে লড়তে পারবে না কেউ। এমনকী সরকারি চাকরিতে নিয়োগ বা পদোন্নতিও হবে না। যে কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে দুটির বেশি সন্তান থাকলে।
প্রদেশের জন্মনিয়ন্ত্রণ, স্থিতাবস্থা এবং কল্যাণ বিলের খসড়ায় এমনই প্রস্তাব রেখেছে যোগী আদিত্যনাথের প্রদেশ সরকার। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। খসড়া বিলে আরও উল্লেখ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলোতে মাতৃসদন তৈরি করা হবে। সেই কেন্দ্রগুলো এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে নির্দেশ দেওয়া হবে, জন্মনিয়ন্ত্রক প্রয়োজনীয় সবকিছু বিলি করার জন্য এবং সচেতনতা প্রচারের জন্য। কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের এই কাজে ব্যবহার করা হবে। এছাড়াও গর্ভবতীদের নথিভুক্তকরণ, প্রসব, শিশুর জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান বাধ্যতামূলক করতে হবে। এছাড়া জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় পাঠ্য হিসাবে সমস্ত মাধ্যমিক স্তরের স্কুলে বাধ্যতামূলক করা হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।