আবদুল হান্নান, ভোলা:
ভোলায় ইলিয়াস রহমান নামে এক পুলিশ সদস্যর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
উক্ত ঘটনার পর রাতেই ভুক্তভোগীর পরিবার সন্দেহজনক হিসাবে পাশ্ববর্তী মোসলেউদ্দিনের ছেলে শান্ত নামে এক যুবককে অভিযুক্ত করে ভোলা সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহার দায়ে উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলিয়াসের স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে মোহনা আক্তার ব্যক্তিগত প্রয়োজনে তাদের পাশের বাড়িতে যান। রাত ৮টার দিকে তাঁরা ঘরে ফিরে এসে দেখতে পান ঘরে সব কিছু মালামাল এলোমেলো করে ছিটানো।
আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণের নেকলেস, হাতের বালা, কানের ধুলসহ প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় চোর দলের সদস্যরা।
এছাড়াও জমির দলিল, ব্যাংকের চেকবই ও ফিক্সড ডিপোজিটের বইসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার আরো জানান, অভিযুক্ত জনৈক শান্ত পূর্বেও একাধিকবার এই ঘরে চুরির ঘটনা ঘটিয়েছে। যা নিয়ে স্থানীয় পর্যায়ে সালিসি বৈঠক করে জরিমানাও আদায় করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত শান্তর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এজাহারের তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সোহাগ হোসেন জানিয়েছেন, এই ঘটনাটির তদন্ত চলছে।
তদন্তে অভিযুক্ত শান্ত দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।