সহসাই বাংলাদেশে আসছে সিনোফার্মের বিশ লাখ টিকা। ক্রয়চুক্তির আওতায় সিনোফার্মের এই টিকা বাংলাদেশে পাঠাতে বেইজিংয়ে প্রস্তুত রয়েছে।
ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তা হুয়ালং ইয়ান আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, বাণিজ্যিক ভিত্তিতে চীনের সিনোফার্মের কাছ থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনা ভাইরাসের প্রথম ব্যাচে ২০ লাখ টিকা পাঠানোর জন্য প্রস্তুত এখন বেইজিংয়ে। করোনা মহামারির নতুন ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে বন্ধুপ্রতীম বাংলাদেশিদের পাশে রয়েছে চীন।
উল্লেখ্য, এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন।