মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
২৯ শে জুন,মঙ্গলবার,বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ভেটেরিনারি সার্জন -৯ম গ্রেড থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – ৬ষ্ঠ গ্রেড এ পদোন্নতি পাওয়ায় ডাঃ মোঃ রায়হান, পিএএ কে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।
ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি অর্জন করেছেন বিভিন্ন সম্মাননা। তিনি একাধারে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক, বঙ্গবন্ধু কৃষি পদক ১৪২৫ এবং ১৪২৬ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন, এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড ২০২০ অর্জন, সেরা সফল প্রাণি চিকিৎসকসহ আরও অনেক সম্মাননা অর্জন করেছেন।
দেশি মুরগির জাত সংরক্ষণ এবং সম্প্রসারণ এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দেশি মুরগির বাণিজ্যিক ভিত্তিক অর্গানিক খামার মডেল। যেটি বর্তমানে পাইলোটিং প্রকল্প হিসেবে ২০ টি জেলায় রেপ্লিকেশন হতে যাচ্ছে।