দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রিফাত ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রিফাত উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

নিহতের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই রিফাত নিহত হওয়ার পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা রিফাতের মরদেহ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায়।

পাটগ্রাম পুলিশ জানায়, নিহত রিফাতের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে। আমরা যোগাযোগ করেছি। ভারতীয় পুলিশ মরদেহটি নিয়ে যাবে বলে তথ্য রয়েছে।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২নং মেইন পিলার দিয়ে ভারতের কুচবিহার জেলার ভগরামগুরি গ্রামে ‘রিফাতসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনতে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চোঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ’র পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version