দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুৃনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর কালামের বিরুদ্ধে জাল জালিয়াতিসহ অভিযোগ উঠেছ। অভিযোগে উল্লেখ করা হয় ২০২০-২১ অর্থবছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কাজে অনিয়ম ও র্দূনীতি করে টাকা আত্মসাত করেছেন। এইসব অনিয়মের প্রতিবাদে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ছালেক উদ্দিন ও পরিষদের ৯জন ইউপি সদস্যর অনাস্থা জানিয়ে অপসারনের দাবীতে ৬জুন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নিকট আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও পরিষদের ৯জন ইউপি সদস্যরা চলতি বছরের গত ৯জুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এবং তার অপসারনের দাবি জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে তিনটি প্রকল্প বরাদ্দ করা হলে প্রথম পর্যায়ের বরাদ্দের চার লাখ ৮ হাজার টাকার এফআইভিডিবির স্কুল হতে শাহীন মিয়ার বাড়ির সামনা পর্যন্ত মাঠি ভরাটের এই কাজে ৫১জন হতদরিদ্র দিনমুজুরের কাজ করার কথা থাকলেও পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে দিনমুজুর শ্রমিক এনে কম মুজুরীতে রাস্তার কাজ করান। প্রতি হাজার ঘনফুট হিসেবে মোট একলাখ ত্রিশহাজার টাকার মাঠি কেটে বাকি দুইলাখ ৭৮হাজার টাকা আত্মসাধ করেছেন বলে অভিযোগে আছে । অপরদিকে ৯নং ওয়ার্ডের হাসকুড়ি গ্রামের গরুর ঘাটের রাস্তায় ভাঙ্গায় মাটি ভরাট প্রকল্পের কৌলাউনির বাঁধের জন্য দু”লাখ টাকা।এই প্রকল্পে স্থানীয় শ্রমিককে চারদিনে ৫ হাজার ঘনফুট মাটি কেটে ইউপি সদস্য খয়ের মেম্বারের নিকট হতে ২০ হাজার টাকা উৎকোচ নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। তিনি প্রতিহাজার ঘনফুট ৪ হাজার টাকা ধরে মাটি কেটে এই ভাঙ্গায় বিশহাজার টাকায় দায়সারাভাবে ৫ হাজার ঘনফুট মাটি কেটে বাকি একলাখ ৮০ হাজার টাকা আত্মসাধ করেছেন। একই অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পূর্ব বীরঁগাও ইউনিয়নের (১) ৩নং ওয়ার্ডের বাবনগাঁও গ্রামের শাহদামরী দোকানের সামরে পাকা রাস্তা হতে শাহদামরী ইজ্ঞিনিয়ারিং ওর্য়াসপ হয়ে পরিবার,স্বাস্থ ও পরিবার পরিকল্পনাকেন্দ্র ঘষে বাবনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে সুন্দর আলীর বাড়ির সামনে পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারের বরাদ্দকৃত মোট টাকার পরিমান ৮ লাখ ৯৬ হাজার টাকা। এই প্রকল্পে স্থানীয় ১১২জন হতদরিদ্র দিনমুজুর দিয়ে কাজ করনোর নিয়ম থাকলেও তিনি ইচ্ছামতো কাজ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিজনিত কারণে তদন্ত কাজটি থমকে যায়। পরবর্তীতে এই দুটি অভিযোগের তদন্তের দায়িত্ব আলাদাভাবে উপজেলা প্রশাসন থেকে উপজেলা মাধ্যমিক অফিসার ও উপজেলা কৃষি অফিসারকে দেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. নুর কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন আগামী নিার্বাচনে প্রতিদ্বন্ধীতা করার লক্ষ্যেই আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগটি দায়ের করেছেন বলে জানান তিনি ।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান জানান বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে বলে জানা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version