দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

প্রধানমন্ত্রীকে হত্যার স্ট্যাটাস
দেওয়ায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শাহ মো জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফয়সাল আহমেদ মিনা (২৫) ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটাস দেয়।এরি প্রেক্ষিতে পুলিশ ঐ শিক্ষার্থীকে গ্রেফতার করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

আজ রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক অফিস নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

ঐ নোটিশে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ফয়সাল আহমেদ ২০১৮-২০১৯ এ শিক্ষা বর্ষে ভর্তি হন কিন্তু সে ১ম বর্ষ ১ম সেমিস্টার ও ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ২০১৯-২০২১ শিক্ষাবর্ষে তার পুনঃভর্তি হওয়ার কথা থাকলেও সে ভর্তি হয়নি।

নোটিশে আরো বলা হয় গত ২৩/০৬/২০২১ তারিখে তার ফেসবুক আইডি হতে সে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস দেয়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার এহেন রাষ্ট্রবিরোধী ও বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থি কার্ষকলাপের প্রেক্ষিতে তাকে অত্র বিশ্বিবদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গতকাল সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা বাদী হয়ে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন পরে গোপালগঞ্জ সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version