তানভীর আহমেদ, তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ রোধে সারাদেশের পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌকা আসায় ২ টি নৌযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার (২০ জুন) বিকাল ৫টা ৩০মিনিটে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় টাঙ্গুয়ার হাওরে ২টি পর্যটকবাহী নৌযানকে পৃথক ২টি মামলায় মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যবিধি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।