আমিনুল হক, সুনামগঞ্জ :
ডিপ্লোমা ইন-প্রাইমারী এডুকেশন (ডিপিএড) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা তাঁদের বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছে। (২০ জুন) রবিবার দুপুরে শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আগে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডিপিএডের প্রশিক্ষণার্থীরা। সংবাদ সম্মেলনে প্রশিক্ষণার্থীরা জানান, তাঁরা গত বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত স্ব-শরীরে উপস্থিত থেকে ক্লাশে অংশ নেন। ২১ এপ্রিল হতে অনলাইন প্লাটফর্ম ‘ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম’ এ অংশগ্রহণ করেন। নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক অনলাইনে ক্লাস করার প্রস্তুতিগ্রহণের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় করেন। নিরবিচ্ছিন্ন অনলাইন ভিডিও ক্লাস করতে অধিক খরচ করে বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করেন।