ভারতে করোনায় (কোভিড-১৯) মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জনের। আইন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে মৃতের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে করোনাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করলেও ভারতের কেন্দ্রের পক্ষে সেই পরিমাণ ক্ষতিপূরণ সবাইকে দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানানো হয়েছে।
দেশটির সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, কোভিডে মৃত এই বিপুলসংখ্যক ব্যক্তির পরিবারকে যদি ৪ লাখ রুপি করে দিতে হয়, তাহলে দুর্যোগ মোকাবিলা তহবিল শেষ হয়ে যাবে। তাই এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না।
কেন্দ্রের বক্তব্য, করোনা আবহে স্বাস্থ্যখাতে রাজ্যগুলোর খরচ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলোর পক্ষে করোনায় মৃত প্রতিজনের পরিবারকে চার লাখ রুপি অর্থ সাহায্য করা সম্ভব হবে না। এ ছাড়া পরবর্তী সময়ে মৃতের সংখ্যা আরও বাড়বে।
সূত্র: হিন্দুস্তান টাইমস