উয়েফা ইউরো চ্যাম্পিয়নশীপে গ্রুপপর্বে শুরুটা ভালো যাচ্ছে না গেল বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত লুকা মদ্রিচরা। শুরুতে পিছিয়ে পড়ে বিরতির পর সমতায় ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রাশিয়া বিশ্বকাপে চমক জাগানো দলটি।

শুক্রবার রাতে স্কটল্যান্ডের হাম্পডেন পার্কে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানো চেক রিপাবলিক স্পটকিক থেকে পাত্রিক শিকের গোলে এগিয়ে যায়।

প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের জালে জোড়া গোল করেছিলেন তিনি। এই নিয়ে তিন গোল করে আসরের সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া বিরতি পর মাঠে নেমেই সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরেসিচ। বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ডুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ইন্টার মিলান তারকা।

এই নিয়ে ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে টানা চার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টেই জালের দেখা পেলেন পেরিসিচ।

বাকি সময় অনেক চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি দুদল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে। পুরো ম্যাচে দুই দল গোলের উদ্দেশ্যে শট নেয় ১১টি করে। যেখানে লুকা মদ্রিচদের লক্ষ্যে রাখতে পারে ২টি, চেক রিপাবলিক একটি। এই নিয়ে দুই দলের মধ্যেকার চারবারের সাক্ষাতে ৩ বারই ড্র হয়েছে।

ক্রোয়েশিয়া এই নিয়ে নিজেদের সবশেষ চার ম্যাচই জয়হীন। লুকা মদ্রিচরা নিজেদের সবশেষ ১১ ম্যাচে জিতেছে মাত্র দু ম্যাচ। সবমিলিয়ে ২০০৬ সালের পর এবারই প্রথম কোন বড় টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে কোন জয় পায়নি ক্রোয়াটরা।

গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়ে আসরে টিকে থাকার পথ কঠিন হয়ে ক্রোয়েশিয়ার। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে বিশ্বকাপের বর্তমান রানার্স আপরা।

সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপতত তালিকার শীর্ষে আছে চেক রিপাবলিক। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আগামী মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক।

Share.
Leave A Reply

Exit mobile version