ভারতে উন্নতি হচ্ছে করোনাভাইরাস মহামারী পরিস্থিতির। দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১।
সেই সঙ্গে দেশটিতে কমেছে মৃত্যুর সংখ্যাও। বিগত ৫ দিন পর দেশটির দৈনিক মৃত্য ৩ হাজারের নিচে নেমেছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন।