নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের কৃতিসন্তান আশিকুর রহমান (তুহিন) বর্ষা মৌসুমে বৃষ্টি মোকাবেলায় ছাতা বিতরণ করেছেন।
১৪ই জুন (রবিবার) উপজেলার ধুবড়িয়ার ইউনিয়নের কৃতি সন্তান, সমাজ সেবক, পরোক্ষ করোনা যোদ্ধা, সুশিক্ষিত, জনবান্ধব, বিশিষ্ট শিল্পপতি ট্যাড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. আশিকুর রহমান (তুহিন) ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ১০০০টি ছাতা বিতরণ করেন।
ছাতা বিতরণের ব্যাপারে তিনি বলেন, আমি জন্মভূমির প্রতি ভালোবাসার টানে কিছু করার চেষ্টা করে যাই, তাই ক্ষুদ্র পরিসরে আমার সাধ্যমত চেষ্টা করি। প্রতিটি প্রাকৃতিক দূর্যোগের সময় আমার অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করি।
এই কৃতি সন্তানের ব্যাপারে একাধিক এলাকাবাসী বলেন, তিনি বিগত সময়ে, দেশে ও পুরো বিশ্ব যখন করোনার মুখোমুখি তখন থেকে আজ-অব্দি গত ১ বছরের বেশি সময় করোনার ভয়াল থাবায় অর্থনীতি ও জীবনযাত্রা যখন ছিন্ন-ভিন্ন, তখন থেকেই মানুষের পাশে দাড়িয়ে নগদ অর্থ, করোনা মোকাবিলার সামগ্রী বিতরণ করেছেন। জন্মভূমির প্রতি ভালোবাসায়, করোনা মোকাবিলায় তিনি নাগরপুর, দেলদুয়ার, দৌলতপুর, মানিকগঞ্জের ডাক্তার, পুলিশ, প্রশাসন সহ প্রথম সারির সম্মুখ করোনা যোদ্ধাদের পিপি সহ সকল প্রকার সুরক্ষা সামগ্রী দিয়েছেন। এছাড়াও তিনি প্রাকৃতিক দূর্যোগেও সব সময় উদার মনে অসহায়দের পাশে দাঁড়ান। এলাকার কর্মীহীনদের খাদ্য সহায়তা, নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে তুহিন। প্রতিবছর শীতে দরিদ্রদের জন্য শীতবস্ত্র, বন্যা কবলিতদের আশ্রয়, শুকনো খাবার, ঔষধ নিয়ে পাশে থাকেন।