হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে খেলার সময় সতীর্থ মুহাম্মদ হাসনাইনের হাঁটু তার মাথায় লাগে।

মাঠ থেকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। পরে আবু ধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। সীমানার ধারে বল আটকাতে গিয়ে হাসনাইনের হাঁটু এসে লাগে ডু প্লেসির মাথায়। সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার। স্বদেশীয় ডু প্লেসিকে পড়ে থাকতে দেখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন সেই দিকে। নিজেই এগিয়ে যান ডু প্লেসির কী হয়েছে দেখার জন্য।

ডু প্লেসি বেরিয়ে গেলে তার পরিবর্তে সাইম আইয়্যুবকে নামানো হয় কনকাশন হিসেবে। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এতে ৬১ রানের জয় পায় পেশোয়ার।

Share.
Leave A Reply

Exit mobile version