ভারতে কিছুটা কমেছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন, যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন।
এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে।
তবে সংক্রমণ কমলেও দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনে।
দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৪.২৫ শতাংশের নিচে রয়েছে। টানা ২০ দিন এই হার দশ শতাংশের কম।
এদিকে গত ২৪ ঘণ্টয় ভারতে সুস্থতার হার ৯৫.২৬ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬২ জন।