দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে এক হাজার ৭৫০ কেজি ভারতী চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মূল্য পাঁচ লক্ষ ২৫ হাজার টাকা এবং কোন চোরাকারী আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দায়িত্ব পালন করছিল। এসময় সীমান্ত পিলার নং ১১৭১ হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে এক হাজার ৭৫০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে টহল দলটি।

জব্দকৃত ভারতীয় চা-পাতার সিজার মূল্য পাঁচ লক্ষ ২৫ হাজার টাকা। এ বিষয়ে কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version