দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌরশহরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০-২৫টি টিনের ঘর ক্ষতিগ্রস্থ ও শতাধিক গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎের তার ছিড়ে গেছে। এ সময় ঝড়ে নারীসহ দুইজন আহত হয়েছেন। শনিবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের ৪নং ওয়ার্ডের দেওথান, মীরেরগাতি ও বারইছিড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে এসব ঘরবাড়ি ভেঙে যায় ও গাছপালা উপড়ে পড়ে।

আহতরা হলেন, মীরেরগাতি গ্রামের নান্টু দত্ত ও দেওথান গ্রামের ইভা সরকার। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিল মো. মানিক তালুকদার ও পৌরমেয়র লতিফুর রহমান রতন।

কাউন্সিলর মনিক তালুকদার জানান, ঝড়ে ২১টি মতো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি শতাধিক গাছপালাও উপড়ে পড়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের সহায়তার জন্য দ্রুত এ তালিকা প্রশাসনের কাছে দেয়া হবে।

মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান বলেন, পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের তালিক তৈরি করেছি। তাদের সহায়তার জন্য এ তালিকা দ্রুত জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version