ম্যানচেস্টার সিটির আরেক খেলোয়াড় এরিক গার্সিয়াকে দলে ভেড়াল বার্সেলোনা। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের একদিন পরেই এই খবর দিল বার্সা।
আগুয়েরোর মতো সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গার্সিয়ার। ফলে এই স্প্যানিশ সেন্টার-ব্যাককে বিনা ট্রান্সফার ফি’তেই নিল বার্সা। ক্যাম্প ন্যুর সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো। এই বৃহস্পতিবার ক্যাম্প ন্যুয়ে হবে তার আনুষ্ঠানিক পরিচয়পর্ব।
গার্সিয়া অবশ্য বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকেই উঠে এসেছেন। এরপর ইংল্যান্ডে বেশিদিন থাকা হলো না তার। অবশেষে ২০ বছর বয়সী ডিফেন্ডার ফিরে এলেন তার পুরনো ঠিকানা। অনেকটা জেরার্ড পিকের মতো, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যিনি কাতালুনিয়ায় ফিরে আসেন।