পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। ১৫ বছর বয়সী ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেওয়ার পর তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি গত ৩০ মে এ খবর প্রকাশ করেছে।
রবিবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।
ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার ইসরায়েলের দখলদার বাহিনী পবিত্র আল আকসা মসজিদের দক্ষিণে সিলভানের কাছাকাছি এলাকায় তাদের গাড়ি নিয়ে কিশোর জাওয়াদকে ধাওয়া করে। এরপর তার শরীরের ওপর গাড়ি তুলে দেয়। জাওয়াদ পায়ে আঘাত পেয়েছে।