চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
অন্যদিকে, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মানিকগঞ্জের কোম্পানী চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে না পারায় জেলা হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে চলছে বিশেষ লকডাউন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সানসান নিরবতা দেখা গেছে আবার কোথাও কোথাও মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।
লকডাউন কার্যকর করতে জেলা শহরের ৩০টি চেকপোস্টে পুলিশ কঠোর নজরদারি করছে। এছাড়া জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।