জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিল ও ১২৫পিচ এ্যাম্পলসহ মিরাজুল ইসলাম(১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। ৩১মে সোমবার ভোর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম হতে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম ঐ গ্রামের মোস্তাকের ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার আটাপাড়া এলাকায় ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদ গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ হাতে নাতে আটক করে। আটক আসামীকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।