ভারতে এক অনুষ্ঠানে যোগগুরু রামদেব বলেন, ‘আমি গত বেশ কয়েক দশক ধরে যোগের ডাবল ডোজ নিচ্ছি। এটাই আমার জন্য যথেষ্ট। করোনা টিকার প্রয়োজন নেই। ভবিষ্যতে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে আয়ুর্বেদের।’
এছাড়াও অ্যালোপ্যাথি চিকিৎসার সমালোচনা করে রামদেব বলেন, ‘গত ১৫ মাস ধরে এত যে মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন, তা ঠেকাতে ব্যর্থ অ্যালোপ্যাথি। এটি প্রমাণ করে, অ্যালোপ্যাথি পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারে না। ১০০ কোটি ভারতীয় এবং পরবর্তীতে গোটা বিশ্ব আয়ুর্বেদকে গ্রহণ করবেন ভবিষ্যতে। সমাজের একটি অংশ বর্তমানে ইচ্ছে করে আয়ুর্বেদকে তা উপেক্ষা করছে।’
উল্লেখ্য, রামদেবের একটি ভাইরাল ভিডিওতে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে সমালোচনা নিয়ে বিতর্ক শুরু হয়। রামদেবকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে। অন্য একটি ভিডিওতে করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু।
এসব বক্তৃতায় ক্ষুব্ধ হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ইতোমধ্যে আইএমএর পক্ষ থেকে যোগগুরুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও আইনি নোটিশ পাঠানো হয়েছে।