মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নং বাগজানা ইউনিয়ন পরিষদ চত্তরে ২০২১-২২ অর্থবছরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।
৩১ শে মে সোমবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব খায়রুল ইসলাম ।
২০২১-২২ ইং অর্থ বছরে মোট ১২লক্ষ ৯৯ হাজার টাকার বাজেট পেশ করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন খাত থেকে আয় ধরা হয় ১১,৮২,৫০০/- টাকা, মোট ব্যয় দেখানো হয় ১,১৬,৫০০/- টাকা, উদ্বৃত্ত দেখানো হয় ১,৭৫,০০০/- টাকা।
যথারীতি স্বাস্থ্যবিধি মেনে উক্ত বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বাগজানা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়াম্যান ১ কাওসার আলী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়াম্যান ২ আরিফ হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলাম এবং ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।