মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা :
প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে আজ ২৯ মে শনিবার বিকেল ৪ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা- ধরঞ্জী ইউনিয়নের সংযোগস্থল শাখা যমুনা নদীর উপর ব্রীজ নির্মানের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু (এমপি)। ফলে এই দু ইউনিয়নের অর্ধ লক্ষ জন সাধারণের দীর্ঘদিনের প্রানের একটি দাবী পুরূন হলো।
এ উপলক্ষ্যে বাগজানা স্কুল মাঠে হাকিমপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি, এবং জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জনাব লুৎফর আকবর চৌধুরী রাজা , উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও আয়মারসুলপুর ইউনিয়ের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধরী, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, ধরঞ্জী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম চৌধরী,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগজানা ধরঞ্জী সংযোগ ব্রিজের বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, ৯৬ মিটার দৈর্ঘ্য ব্রীজটির নির্মানে প্রায় সাড়ে ৯ কোটি টাকা বরাদ্ধ হয়েছে।