সোশ্যাল মিডিয়ার গ্লোবাল জায়ান্ট গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মেনে নিল ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন আইন। তাদের সঙ্গে এই আইন মেনে নিল লিংকডইন, টেলিগ্রামও। ভারতীয় কোম্পানি কু এবং শেয়ারচ্যাটও নতুন আইন মেনে কাজ করার ব্যবস্থা করল। নতুন আইন মোতাবেক সব কটি ফার্মই তাদের কমপ্লেয়েন্স অফিসার, নোডাল কন্টাক্ট পারসন এবং গ্রিভান্স অফিসার এর নাম জানিয়ে দিল তথ্য মন্ত্রণালয়কে। শুধু টুইটার একটি ল ফার্ম এর নাম জানিয়ে বলেছে যে, তাদের হয়ে যাবতীয় কাজ করবে এই ল ফার্ম। কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় টুইটারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে, ভারতে টুইটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণে বাধঁতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনে এই নতুন ধারা গুলি সম্পৃক্ত হয়।
সোশ্যাল মিডিয়ায় এবং ডিজিটাল প্লাটফর্ম-এ আপত্তিকর বক্তব্যের প্রচার বন্ধ করতে এই উদ্যোগ। তথ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে, ভারতে ব্যবসা করতে গেলে যে কোনো সংস্থাকে ল অব দ্য ল্যান্ড মানতেই হবে।