দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফ শেখ , রংপুর প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বাজার হতে থানা মোড় হতে দৌলতপুর রোড পর্যন্ত মধ্যবর্তী স্থানে জলাবদ্ধতা নিরসনে তারাগঞ্জ বদরগঞ্জ সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপির নির্দেশে দুর্ভোগ নিরসনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন ।

এমপি ‍ডিউকের নির্দেশে বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার পরে সাধারন মানুষের এই কষ্টের অবসান ঘটাতে পানি নিষ্কাশনের কাজ শুরু করতে ছুটে চলে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। ওই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ , ডাঃ জাহিদুল হক , তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, ইউপি সদস্য আজহারুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী মান্নান শাহ , আরিফ আহমেদ ভুঁইয়া প্রমুখ।

কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, থানা মোড়ের বাজার -দৌলতপুর রাস্তা হতে যে সমস্যা তা আর থাকবে না। এতে করে হাজারো পথচারি সহ এই এলাকায় বসবাসকারি সকল মানুষের দুর্ভোগ লাঘব হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, আমি এমপির প্রতিনিধি হিসেবে সরকারের উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে ভূমিকা রাখছি। শু ক্রবার( ২৮ মে) সাধারন মানুষের এই কষ্টের অবসান ঘটাতে পানি নিষ্কাশনের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

এ সময় পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন,তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-০২ মাননীয় সাংসদের নির্দেশ উপজেলা পরিষদের তহবিল হতে চলমান সমস্যা সমাধানের প্রাথমিক ব্যবস্থা করা হবে। এতে করে পথচারি সহ হাজারো মানুষের চলাচলে স্বস্তি ফিরবে সেই সাথে আশপাশের বসবাসরত মানুষের দুর্ভোগ কমে আসবে বলে মতামত ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version