দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ পূর্ব জেরুসালেমের আল-আকসা, যা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। পবিত্রতম এই মসজিদে মুসল্লিদের প্রবেশে এবার বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এমনকি এতে সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলের সেনাবাহিনী বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই পদক্ষেপ ছিল পূর্বপরিকল্পিত। ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকেই মসজিদুল আকসা এলাকা ঘিরে রাখে। এরপর সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা যতক্ষণ মসজিদুল আকসা এলাকায় ছিল ততক্ষণ মুসলমানদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

ইহুদিবাদীদের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বায়তুল মুকাদ্দাসের ইসলামী ওয়াকফ কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিম সালাহাব। তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ আবারও ফিলিস্তিনকে উত্তপ্ত করে তুলতে পারে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কয়েক দিনের মধ্যেই উসকানিমূলক এই তৎপরতা চালালো ইহুদিবাদীরা। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত ও আহত হন ১৯১০ জন।

সূত্র : পার্সটুডে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version