দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মিথ্যা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি এ মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাওরাঞ্চল সাংবাদিক সমাজের বানারে মোহনগঞ্জ পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেয়। এ ছাড়াও সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহনগঞ্জের দৈনিক ইত্তেফাকের এসএম সারোয়ার খোকন, জনকন্ঠের আবুল কাশেম আজাদ, যুগান্তরের এসএম দোহা, দৈনিক জাহানের রফিকুল ইসলাম রকিব, ভোরের ডাকের কামরুল ইসলাম রতন, কালেরকন্ঠের হাফিজুর রহমান চয়ন, যায় যায় দিনের মাসুম আহমেদ, মানবজমিনের রিপন বণিক, আমাদের সময়ের ইন্দ্র সরকার, বর্তমানের মানিক তালুকদার, আমাদের অর্থনীতির মো. আবদুর রব খান ঠাকুর, সাংস্কৃতিক সংগঠন সূর্যমুখী থিয়েটারের হাবিবুর রহমান হানিফসহ আরও অনেকে।

এছাড়া সুনমাগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ এলাকার প্রথম আলোর সালেহ আহমেদ, যুগান্তরের এনামুল হক, গণকন্ঠের সেলিম আহমেদ, বিজয় বার্তার এম এ মান্নান, প্রতিদিনের সংবাদের ফারুক আহমেদ, জাগরণের মোবারক হোসেন, ভোরের কাগজের অঞ্জণ পোরাকাস্থ , নয়াদিগন্তের তৌহিদ চৌধুরী , বাংলাদেশের আলোর শাহীন আলম প্রমুখ।

দেশে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ তৈরি করার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। তাকে হয়ারনিকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version