চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানসিটির কাছে হারার পর লিগ শিরোপা হারানোর শংকা জেগেছে পিএসজির। শীর্ষে থাকা লিলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে এক মাত্র লিলের হার এবং পিএসজির জয়ই এনে দিতে পারে লিগ শিরোপা। কেনোনা হেড টু হেডেও এগিয়ে আছে লিলে।

এমন এক অবস্থায় ফরাসি কাপের ফাইনালে মোনাকোকে হারিয়ে স্বস্তির এক ট্রফি জিতলো পিএসজি। ফ্রান্সের বিস্ময় বালক কিলিয়ান এমবাপ্পের এক গোল ও এক অ্যাসিস্টে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে মাউরো পচেত্তিনোর দল। প্রথমার্ধে মাউরো ইকার্দি এবং দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে সহজ জয়ে ১৪তম শিরোপা জিতে পিএসজি।

যদিও কার্ড জনিত কারণে এ ম্যাচে ছিলেন না দলের প্রাণভোমরা ব্রাজিলিয়ান নেইমার। তবুও ম্যাচে লিড পেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে আকসেল দিসাসির মারাত্মক ভুলে গোলের দারুণ সুযোগ পায় পিএসজি। এমবাপ্পের বাড়ানো বল অনায়াসে গোলে পরিণত করেন মাউরো ইকার্দি।

৮১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। ডি মারিয়ার পাস থেকে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে।

এ নিয়ে টানা দ্বিতীয় বার এই ট্রফি জয় করলো পিএসজি। এদিকে সর্বশেষ ২০১০ সালেও এই পিএসজির কাছেই হারতে হয়েছিলো মোনাকোকে।

Share.
Leave A Reply

Exit mobile version