কিন্তু কেন নেটিজেন এমনটা মনে করছেন? জানা গেছে, অনেকেই হলিউড অভিনেতা জেমি ডর্ননকে রাহুল গান্ধী বলে ভুল করে বসেছেন। কেউ কেউ কেবল মাত্র মশকরা করার জন্য ট্রেন্ডের সঙ্গে পা মেলাচ্ছেন।
একাধিক টুইট পোস্টে দাবি উঠেছে, জেমির সঙ্গে চেহারার মিল রয়েছে রাহুলের। এক জানিয়েছে, তার মাকে ছবির একটি দৃশ্য দেখাতেই তার মা বলে উঠেছেন, ‘এ কী, রাহুল গান্ধীর প্রেমিকা আছে বুঝি!’ কেউ আবার মশকরা করে আক্ষেপ করেছেন, ‘রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে। আমারই নেই’।
যে ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে জেমি ডর্নন অভিনীত চরিত্র ক্রিস্টিয়ান গ্রে কোলে তুলেছেন ডাকোটা জনসন অভিনীত অ্যানাস্টেশিয়া স্টিলকে। ছবিটি পোস্ট করে জনৈক নেটাগরিক কংগ্রেসের নেতাকে উল্লেখ করে লিখেছেন, ‘এ সব কী আচরণ’! কেউ ঠাট্টা করে নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করে জানালেন, তিনি এ সব একদম পছন্দ করছেন না।