শেষ হলো ‘শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক দুই দিনের তথ্যচিত্র প্রদর্শনী।
আওয়ামী লীগের তথ্যচিত্র প্রদর্শনীর শেষ দিন মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চার দশক পূর্তি উপলক্ষে তথ্যচিত্রের প্রশংসা করেন।
প্রদর্শনী পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের কাছে তথ্যচিত্র বিশ্লেষণ করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এ ছাড়া শেষ দিনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।