বাংলাদেশে ইসলামি জঙ্গির বিরুদ্ধে অপারেশনে সবচেয়ে সফল যে পুলিশ অফিসার, তার নাম বাবুল আক্তার। তার প্রতিভা, তীক্ষ্ণ বুদ্ধি, বিচক্ষণতার পুরস্কারও তিনি পেয়েছেন, পদোন্নতি এবং পদোন্নতি। জানি না এই বাবুল আক্তারের বুদ্ধি কী করে মস্তিস্ক থেকে উড়ে গিয়েছিল যখন তিনি ভাড়াটে খুনী দিয়ে তার স্ত্রীকে খুন করানোর পরিকল্পনা করেছিলেন। বুদ্ধিরও পাখা থাকে। তার স্ত্রী মিতু যখন ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বাসস্ট্যান্ডের দিকে যাবে, তখনই, চৌরাস্তার মোড়ে তাকে খুন করা হবে। এই ছক মেনেই খুনিরা মিতুকে নৃশংসভাবে খুন করেছে। বাবুল আক্তার ভেবেছিলেন, তিনি পার পেয়ে যাবেন। কারণ মানুষ ভেবে নেবে, যেহেতু তিনি জঙ্গি মেরেছেন, তাই জঙ্গিরা তার স্ত্রীকে মেরে তার প্রতিশোধ নিয়েছে।
তার দুই সন্তান। দুই সন্তানের এক সন্তান নিজের মাকে চোখের সামনে খুন হতে দেখবে, তা জেনেও বাবুল আক্তার খুনটি করিয়েছিলেন। স্বামী হিসেবে তিনি অযোগ্য, পিতা হিসেবেও।
সংসারে দীর্ঘদিন অশান্তি। স্ত্রীকে তুমি ভালোবাসো না। স্ত্রীর চেহারা তোমার দেখতে ইচ্ছে করে না। কখনও দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরে আসবে বলে তুমি বিশ্বাসও করো না। এই অবস্থায় যে কাজটি করতে হয়, তা হলো স্ত্রীকে তালাক দেওয়া, স্ত্রীকে মেরে ফেলা নয়।
বাবুল আক্তারের মতো মানুষ কেন এই সহজ সমাধানটি গ্রহণ করলেন না? বরং এমন এক সমাধান বেছে নিলেন, যে সমাধানে তার ধরা পড়ার, এবং ফাঁসি বা যাবজ্জীবন হওয়ার ঝুঁকি ছিল। ওই যে বললাম না বুদ্ধিরও পাখা থাকে, মাঝে মাঝে উড়ে যায়।
কিছু সত্য তথ্য সবারই জানা উচিত। মেয়েদের সবচেয়ে বেশি ধর্ষণ কারা করে? স্বামী বা প্রেমিক। মেয়েদের সবচেয়ে বেশি শারীরিক এবং মানসিক নির্যাতন কারা করে? স্বামী বা প্রেমিক। মেয়েদের সবচেয়ে বেশি খুন কারা করে? স্বামী বা প্রেমিক।
(ফেসবুক থেকে সংগৃহীত)