দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ফিলিস্তিনে আল আকসা মসজিদ ও গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার বেলা ১১টার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঈদের পঞ্চম ও শেষ জামাতের পর বিক্ষোভ সমাবেশ করে দলটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ‘ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। জাতিসংঘও কিছু বলছে না।

হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ‘এ বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরায়েল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা উপত্যকায় বসতি গড়ে তোলে।  প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের ওপর তারা তাদের দখল কায়েম করছে। ইসরায়েলের দখলদার নীতি অব্যাহত থাকলেও এ বিষয়ে বিশ্ব সম্প্রদায় কিছুই বলছে না।

ইসরায়েল অভিশপ্ত জাতি। তাদের এ উগ্রবাদী আচরণ নতুন নয়। তারা ইসলামের অনেক নবীকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি। বিক্ষোভ ঘিরে যেকোনো ধরনের সহিংসতা অথবা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

বিক্ষোভে বাংলাদেশে পড়ুয়া বেশ কয়েকজন ফিলিস্তিনি শিক্ষার্থীও অংশ নেন। বিক্ষোভ শেষে আশপাশের এলাকায় সংক্ষিপ্ত মিছিল করে ইসলামী আন্দোলন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেরুসালেমের শেখ জাররাহ এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা চলছিল। এর প্রতিবাদে গাজা উপত্যকায় বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। গত সোমবার ভোর থেকে গাজায় হামলা বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে এ পর্যন্ত ১১৩ জন নিহত হয়েছে। গাজা থেকে হামাসও ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলে একজন ভারতীয় ও ছয়জন ইসরায়েলি নিহত হয়।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version