করোনা ভাইরাসের কারনে রমজান মাসের শুরুর দিকে বিপণিবিতানগুলোতে ক্রেতা সংকট থাকলেও শেষ মুহূর্তের কেনাকাটা ব্যস্ত সময় পার করছে নগরবাসী।
রাজধানীতে হালকা বৃষ্টি উপেক্ষা করেই শেষ মুহুত্বের ঈদের কেনাকাটা উপচেপড়া ভিড় রাজধানীর বিপণিবিতানগুলোতে। মঙ্গলবার রাজধানীর একাধিক মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব মার্কেটে ঘুরে দেখা গেছে সকাল থেকেই নারী-পুরুষসহ আবালবৃদ্ধবনিতার ভিড় ছিল লক্ষণীয়। মার্কেট ১০টায় খুললেও এর আগ থেকেই মানুষের দীর্ঘলাইনের সারি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়তে থাকে। ভিড় সামলাতে দোকানিদের হিমশিম খেতে হচ্ছে। দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতারা মার্কেটে আসছেন। বৃষ্টি তাদের কাছে বাধা হতে পারেনি।
ঈদ উপলক্ষে ছাড় দিয়ে পণ্য বেশি বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি ক্রেতারাও খুশি। তারা বলেন, প্রতিবারই ঈদের আমাদের কিছু না কিছু ছাড় থাকে। এই ছাড় আমাদের বিক্রি বাড়িয়ে দিয়েছে বলে জানালেন বিক্রেতা।
পোশাক, জুয়েলারি দোকান, জুতার দোকান ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনায় ছিল প্রচুর ভিড়। ভিড়ের কারণে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। একে অপরের গাঁ ঘেঁষে কেনাকাটা করছেন। করোনা ভীতি ক্রেতাদের মধ্যে অনেকটা ছিল না।
করোনার মধ্যেও ঈদকে সামনে রেখে ভিড় উপেক্ষা করেও ক্রেতারা তাদের পণ্য সংগ্রহ করছে। ঈদ আনন্দ আয়োজনে ক্রেতাদের পদচারণায় মুখরিত রয়েছে রাজধানীর বিপণিবিতানগুলো।
দ্যা মেইল বিডি/খবর সবসময়