এইতো ক’দিন আগে চ্যাম্পিয়নস লীগের টুর্নামেন্ট থেকে বাদ পড়লো নেইমার-এমবাপ্পেরা। সেমিফাইনালে ম্যান সিটির কাছে হতাশাজনক এক হার আবারো স্বপ্ন ভঙ্গ করে প্যারিসের ক্লাবটির। চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ার পর এখন লিগ ওয়ান হারানোর দ্বারপ্রান্তে পিএসজি।

গতরাতে রেনের সাথে ১-১ গোলে ড্র সেই সম্ভাবনা করেছে আরো জোরালো। ৩৬ ম্যাচ শেষে লিলের চেয়ে তিন পয়েন্টে পিছিয় আছে পিএসজি। ৩৬ ম্যাচের লিলে পয়েন্ট ৭৯ এবং পিএসজির ৭৬।

শেষ দুই ম্যাচে লিলে যদি চার পয়েন্ট তুলে নিতে পারে তবে ক্লাব ইতিহাসে চতুর্থ বারের মত লিগ ওয়ান জয় করবে লিলে।

গতরাতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠে ছাড়ে পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন নেইমার।

ম্যাচের ৭০ মিনিটে সমতায় ফেরে রেঁনে। বাঁজামাঁ বহিজুর কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড সেহু গিহার্সি।

৮৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রেসনেল কিম্পেম্বে।

এইতো দু’দিন আগেই পিএসজির সাথে নতুন চুক্তি সেরেছেন ব্রাজিলিয়ান নেইমার। নতুন চুক্তির পর প্রথম ম্যাচেই নেইমার ছিলেন না নিজের সেরা ফর্মে। ইঞ্জুরির কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। তাই দুর্বল রেনের কাছেও পয়েন্ট খোয়াতে হলো পিএসজিকে। চলতি সিজনে লিগ ওয়ানে এমবাপ্পে কে ছাড়া ১০ ম্যাচে মাঠে নেমেছে পিএসজি, এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে, বাকি চার ম্যাচে হার এবং ড্র একটিতে। তাই বলাই যায়, এমবাপ্পে না থাকলে বেশ ভুগতে হয় পিএসজিকে।

শেষ দুই ম্যাচে যদি মিরাকল কিছু ঘটে তবেই লিগ শিরোপা জয়ের সুযোগ থাকবে পিএসজির। কিন্তু লিলের সাম্প্রতিক যা পার্ফরমেন্স তা পিএসজিকে হতাশায় ভুগতে বাধ্য করছে।

Share.
Leave A Reply

Exit mobile version