কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে নেত্রকোনা’র উদ্যোগে নেত্রকোনায় দেড় শতাধিক হতদরিদ্র এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) সন্ধ্যায় নেত্রকোনা পৌরশহরে নাগড়াস্থ আয়েশা কমিউনিটি সেন্টারে ‘রক্তদানে নেত্রকোনা’র অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষকে ইফতার করানো এবং তাদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার পর্ব শেষে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষা, সাংবাদিক শ্যামলেন্দু পাল, দৈনিক আমাদের নেত্রকোনার সম্পাদক মাহফুজ স্বপন, সাংবাদিক মনোরঞ্জন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ‘রক্তদানে নেত্রকোনা’র সভাপতি মাকসুদুল হাসান জনি, সাধারণ সম্পাদক শেখ অলি আহমেদ রনিসহ সংগঠনের সদস্যবৃন্দ।