কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় কৃষ্ণপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত সুলতান আলী (৪৩) নামে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন । তিনি উপজেলার উতুবপুর গ্রামে রমজান আলীর ছেলে।
শুক্রবার বিকেল ৫টার দিকে বজ্রপাতের ঘটনার পর হতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) নিখোঁজ ওই যুবকের সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানায়, উপজেলার কৃষ্ণপুরে সুরমা নদীতে জাহেরপুর ফেরী ঘাটে বিকাল ৫টার দিকে মালবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ করছিলেন সুলতান আলী। হঠাৎ বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি।
পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজখুজি শুরু করে এবং নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজে বিঘ্ন হচ্ছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতা করেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, স্থানীয় এলাকাবাসীর সাথে পুলিশও নিখোঁজকে উদ্ধারে সহযোগিতা করছে জানান তিনি।