পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের ওপর। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ আসনে বিজেপির পক্ষে প্রার্থী তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারী।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, নন্দীগ্রামে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০। তৃতীয় রাউন্ড শেষে ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে গেছেন শুভেন্দু। ফলে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু।
জি নিউজের খবরে বলা হয়েছে, নন্দীগ্রামে চতুর্থ রাউন্ড শেষেও এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এ নিয়ে আশঙ্কিত নন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে মমতা বলেছেন, ‘সময় গড়ালে এগিয়ে যাব।’
এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসনে এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ভোটগণনার খবর অনুযায়ী ২০৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
ভোটপ্রবণতায় তৃণমূলের এগিয়ে যাওয়া নিয়ে সন্তোষপ্রকাশ করলেন মমতা। তিনি দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস।
মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।’
সূত্র: আনন্দবাজার, জি নিউজ