ভারতের করোনা ভাইরাসের পরিস্থিতি অনেক খারাপভাবে চলছে যেখানে অগনিত মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন৷ আইপিএল খেলতে এসে অনেক ক্রিকেটার ডোনেট করছেন সরকারী তহবিলে। এবার ভারতের পরিস্থিতিতে উদ্মেগ প্রকাশ করেছেন স্প্যানিশ লিজেন্ডারি ফুটবলার ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস।

শুক্রবারে এই ফুটবলার ইউনিসেফের ওয়েবসাইটের তহবিল সংগ্রহ করবার জন্য একটি লিংক শেয়ার করেন৷

তিনি বলেন, “মৃত্যু এবং ক্ষতের পরিমাণ অনেকে বেড়েছে ভারতে৷ ইউনিসেফ ভয় পাচ্ছে যে ভারত সবথেকে বেশি মৃত্যুর সাক্ষী হয় কিনা এবং ৫ বছরের বাচ্চারা এটির স্বীকার হয় কিনা। তাদের আমাদের সাহায্য প্রয়োজন।”

সপ্তাহ দুয়েক আগে করোনা পজিটিভ হয়েছেন সার্জিও রামোস। কাফ মাসলের ইঞ্জুরী থেকে তিনি সেরে উঠছিলেন সেই সময়েই৷ চ্যাম্পিয়নস লিগের গুরত্বপূর্ণ ম্যাচে চেলসির সাথে মাঠেও নামতে পারেননি তিনি।

গত বৃহঃস্পতিবারের হিসেব অনুযায়ী শুধুমাত্র সরকারীর তথ্যেই ৩৪৯৮ জনের মৃত্যু হয়েছে কোভিডে আক্রান্ত হয়ে। একইদিনে ৪ লক্ষেরও বেশি মানুষ পজিটিভ ধরা পড়েছে ভারতে।

Share.
Leave A Reply

Exit mobile version