দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুইদিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে আবারও কামিশপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠোনো হয়েছে।

শনিবার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ পৌঁছে দিয়েছে বাসন থানা পুলিশ।

জিএমপি’র বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাকে গাছা থানার অপর একটি মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের সহকারী কমিশনার শুভাশীষ ধর জানান, গত ১১ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগরপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গত ১৮ এপ্রিল আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এস আই মো. সাখাওয়াত হোসেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার রিমান্ড শুনানির ধার্য তারিখ বুধবার (২১ এপ্রিল) ভার্চুয়ালি শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক। পরে তাকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আদালতের নির্দেশনা অনুযায়ী বাসন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়।

রিমান্ড শেষে শনিবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুক এর আদালতে হাজির করা হয়। আদালত তাকে পুনরায় কারাগারে প্রেরণের আদেশ দেন।

জিএমপি’র বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জিএমপি’র সহকারী কমিশনার শুভাশীষ ধর আরো জানান, এর আগে গত ৭ এপ্রিল রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন (৮ এপ্রিল) র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুলপু ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। ১৫ এপ্রিল শুনানি শেষে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গত রবিবার দুপুরে (১৮ এপ্রিল) কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে গাছা থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২০ এপ্রিল) রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পুনরায় কারাগারে প্রেরণের আদেশ দেন।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version