জাপানে ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের চতুর্থ ঢেউ। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজধানী টোকিওসহ চার প্রদেশে আবারও লকডাউন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হল।
শুক্রবার এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বাকি তিন প্রদেশ হল ওসাকা, হিয়োগো এবং কিয়োটো। ২৫ এপ্রিল থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১১ মে পর্যন্ত।
বিবৃতিতে ইয়োশিহিদে সুগা বলেন, করোনার চতুর্থ ঢেউ জাপানে মারাত্মকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে আক্রান্তের দিক থেকে রাজধানী টোকিওকে ছাড়িয়ে গেছে ওসাকা। লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। খাবারের দোকান খোলা থাকলেও তা বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে।