লকডাউনে চলাচলের জন্য পুলিশের অনুমতিপত্র ‘মুভমেন্ট পাসের’ ওয়েবসাইটে প্রায় সাড়ে ২০ কোটি বার হিট হয়েছে। গত ১০ দিনে এই হিট হয়।
আজ শনিবার সকালে পুলিশ সদর দফতর সূত্র জানায়, শুক্রবার রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন।
লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে সাধারণ মানুষের জন্য গত ১৩ এপ্রিল থেকে মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ।