দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জনসন অ্যান্ড জনসনের টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও প্রশাসন অধিদফতর। রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহার করলেও রক্ত জমাট বাঁধে কিনা; এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

সিডিসির উপদেষ্টা কমিটির সুপারিশের পর স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকে জনসনের টিকা দেওয়ার বিষয়ে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রশাসন অধিদফতর। সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়েলেস্কি উপদেষ্টা কমিটির সুপারিশ সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং সুপারিশপত্রে সাক্ষর করেছেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের যৌথ পরামর্শ কমিটির সভায় ১০-৪ ভোটে এ টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এটি কেবল ১৮ বছর এবং এর বেশি বয়স্কদের দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version