এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ ম্যাচে এসে জিতলো ডেভিড ওয়ার্নাররা। খালেদ আহমেদ, অভিষেক শর্মাদের বোলিংয়ের পর ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা।

১২১ রানের সহজ লক্ষ্য, তবে সানরাইজার্স হায়দ্রাবাদের ভয়টা ছিল নিজেদের নিয়েই। রান তাড়ায় সাম্প্রতিক সময়ে তাদের রেকর্ড মোটেও ভালো নয়, তবে সেই ভয়টা কেটে যায় ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতেই। পাঞ্জাব কিংসের বোলারদের পাত্তাই দেননি ওয়ার্নার, বেয়ারস্টোরা।

৩৭ বলে ৩৭ রানে ডেভিড ওয়ার্নারের আউটে ভাঙে ৭৩ রানের জুটি, বাঁকি কাজটুকু কেন উইলিয়ামসনকে নিয়ে খুব সহজেই সেরেছেন জনি বেয়ারস্টো। এবারের আইপিএলে দ্বিতীয় ফিফটি পাওয়া বেয়ারস্টোর ৫৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের অপরাজিত ইনিংসে ৮ বল হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

কেন উইলিয়ামসন ১৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন, পাঞ্জাব কিংসের হয়ে একমাত্র উইকেটটি নেন ফাবিয়েন অ্যালেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব শুরুতেই লোকেশ রাহুল কে হারায়, দ্বিতীয় উইকেটে ২৪ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়াল ও ক্রিস গেইল।

৩৯ রানে পরপর দুই বলে আউট হন মায়াঙ্ক আগারওয়াল ও নিকোলাস পুরান, সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২০ রানেই অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস, ইনিংস সর্বোচ্চ ২২ রান করে করেন মায়াঙ্ক আগারওয়াল ও শাহরুখ খান।

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার খলিল আহমেদ, ২৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন অভিষেক শর্মা; ১ টি করে উইকেট নেন রশিদ খান ও সিদ্ধার্থ কাউল।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব কিংস ১২০/১০, ১৯.৪ ওভার; (শাহরুখ খান ২২, মায়াঙ্ক আগারওয়াল ২২, ক্রিস গেইল ১৫, ময়েজেস হেনরিকস ১৪, খলিল আহমেদ ৩/২১, অভিষেক শর্মা ২/২৪)।

সানরাইজার্স হায়দ্রাবাদ ১২০/১, ১৮.৪ ওভার; (জনি বেয়ারস্টো ৬৩*, ডেভিড ওয়ার্নার ৩৭, কেন উইলিয়ামসন ১৬*, ফাবিয়েন অ্যালেন ১/২২)।

প্লেয়ার অফ দ্য ম্যাচঃ জনি বেয়ারস্টো।

Share.
Leave A Reply

Exit mobile version