দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে।

শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর সেদেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্যা ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ।

বিশ্বে এখনও পর্যন্ত একটাই দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন মুলুকে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল ৩ লাখ ৭ হাজার।

তবে, বিশেষজ্ঞদের মতে, ভারতে যে হারে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, মার্কিন রেকর্ড ভেঙে দেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।

তাদের যুক্তি, ভারতে দৈনিক সংক্রমিত প্রতিদিন ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, এই অংকে, সম্ভবত দু-একদিনের মধ্যেই ৩ লাখের ঘরে পৌঁছে যেতে পারে দৈনিক সংক্রমণের সংখ্যা।

দেশটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। এই মুহূর্তে সেখানে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ লাখের বেশি।

রাজ্য হিসেবে দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩২ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ২০ শতাংশ।

মঙ্গলবার মহারাষ্ট্রে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছে ২৭৭ জন। উত্তরপ্রদেশে সংখ্যাটি ১৬২, কর্ণাটকে ১৪৯, গুজরাটে ১২১।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version