ক্যান্ডিতে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। মাঠে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে।
বাংলাদেশ স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরীফুল ইসলাম।