দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঘরের মাঠে হেরেও অ্যাওয়ে গোলের সুবাদে বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব পিএসজি।

গত বছর নিজেদের ইতিহাসের প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের খুব কাছে গিয়েও বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে পিএসজি। এবার সুযোগ ছিল হারের মধুর প্রতিশোধ নেওয়ার। তবে এবার ফাইনাল নয়, কোয়ার্টার ফাইনালেই বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে পুুুুরোনো ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ পেয়েছিল নেইমাররা।

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ৩-২ গোলের জয়ে সেই অভিযানে কিছুটা কাজ সেরেও ফেলেছিল প্যারিসের ক্লাবটি। বাকি ছিল শুধু ঘরের মাঠে বাভারিয়ানদের বড় জয় ঠেকানো। সেই কাজটাই করলো মৌরিচিও পচিত্তিনোর দল।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারলেও অ্যাওয়ে গোলের সুবাদে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে গেলবারের রানার্স আপরা। প্রতিপক্ষের মাঠে বায়ার্ন মিউনিখের হয়ে একমাত্র গোলটি করেন চুপো মটিং।

আক্রমণ প্রতি আক্রমণে রোমাঞ্চকর ম্যাচে প্রথমার্ধের পুরোটা সময় ছিল পিএসজির। স্বাগতিকদের একের পর এক আক্রমণে নাভিশ্বাস উঠে বায়ার্নের ডিফেন্সে। তবে নেইমার-এমবাপ্পেদের ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারেনি মৌরিচিও পচিত্তিনোর দল।

স্বাগতিকদের ব্যর্থতার মিছিলে সুযোগ পেয়েই কাজে লাগায় বায়ার্ন মিউনিখ। ৪০তম মিনিটে বল জালে পাঠান চুপো মটিং। দাভিদ আলাবার শট কেইলর নাভাস ঝাঁপিয়ে ঠেকালেও বল তার হাতে লেগে উপরে উঠে যায়। গোলমুখে ছুটে গিয়ে হেডে গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল।

বিরতি থেকে ফিরে নিজেদের মেলে ধরে সফরকারী বায়ার্ন মিউনিখ। পিএসজির ডিফেন্সে আক্রমণের স্টিমরোলার চালিয়ে দলের সেরা তারকা রবার্ট লেওয়ানডস্কির অভাব হাড়ে হাড়ে টের পায়। পিএসজিও প্রতি আক্রমণে বেশকিছু গোল করার সুযোগ তৈরি করে।

বিরতির পরও ব্যর্থতা পিছু ছাড়েনি নেইমারদের। ৫৩তম মিনিটে গোললাইনের সামনে বল পেয়েও স্লাইডে পা লাগাতে পারেননি নেইমার। ৭৮তম মিনিটে প্রতি-আক্রমণে এমবাপ্পে জালে বল পাঠালেও বাজে অফসাইডের বাঁশি। ম্যাচের বাকিসময় শতচেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি জার্মান জায়ান্টরা।

ফলে পিএসজির মাঠে ১-০ গোলের জয় পেলেও প্রথম লেগে নিজেদের মাঠে ৩-২ গোলের ভরাডুবিতে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে এবার কোয়ার্টার ফাইনালেই সমাপ্তি হয় গেলবারের চ্যাম্পিয়নদের এবারের অভিযান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version